Dua from Quran

বনী ইসরাইল কারা?

বনী ইসরাঈল কারা এটা জানতে হলে প্রথমেই আমাদের ইব্রাহীম আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতে হবে। কুরআনে ইব্রাহীম আলাইহিস সালামের ব্যাপারে যা যা বলা হয়েছে সেটা বিস্তারিত জানা যাবে এখান থেকে।

ইব্রাহীম আলাইহিস সালামের দুই স্ত্রী (হাজর ও সারাহ আলাইহিস সালাম) এর গর্ভ থেকে দুই বংশধারার সৃষ্টি হয়। একটি ধারা তৈরি হয় ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা (হাজর আলাইহিস সালামের গর্ভ থেকে), আরেকটি ইসহাক্ব আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা (সারাহর গর্ভ থেকে)। নিচের ছকটা দেখলে ব্যাপারটা স্পষ্ট হবে।

উপরের চার্ট থেকে আমরা দেখতে পারছি যে বনী ইসরাঈল মূলত ইয়াকূব আলাইহিস সালামের বংশধর। এদের বনী ইসরাঈল বলার কারণ হচ্ছে ইয়াকূব আলাইহি ওয়াসাল্লাম এর আরেক নাম ছিল ইসরাঈল। এই বংশসূত্র থেকে অসংখ্য নবী আল্লাহ পাঠিয়েছেন।

ইব্রাহীম আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান ছিলেন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ্‌র নির্দেশে ইব্রাহীম আলাইহি ওয়াসাল্লাম তার দুধের শিশু ইসমাইল ও স্ত্রী হাজেরাকে আরবের মরুভূমির জনমানবহীণ প্রান্তরে রেখে আসেন।আল্লাহ্‌র অলৌকিক নিদর্শন হিসেবে ছোট্ট ইসমাইলের পায়ের কাছে সৃষ্টি হয় জমজম কূপ, যাকে কেন্দ্র করেই জনহীণ মরুভূমি পরিণত হয় জনবহুল শহরে। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর বংশধররাও সেখানেই বেড়ে উঠতে থাকে, প্রজন্ম থেকে প্রজন্মাতরে।

এদিকে ইব্রাহীম আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রথম স্ত্রীসহ বাস করতেন শামে-যা তখন এখনকার সিরিয়া, জেরুজালেমসহ বিশাল একটা জায়গা নিয়ে গঠিত ছিল। ফেরেশতারা যখন লুত আলাইহি ওয়াসাল্লাম এর জাতিকে ধ্বংস করার জন্য প্রেরিত হল, সেই একই সময়ে তারা ইব্রাহীম আলাইহি ওয়াসাল্লামকে সারাহর গর্ভে তাঁর দ্বিতীয় পুত্র ইসহাক্ব এর জন্মের সুসংবাদ দেয়। এভাবে মক্কার এলাকায় বনী ইসমাইল এবং শাম দেশে বনী ইসরাইলের বংশধররা বাস করতে থাকে।

Scroll to Top