Dua from Quran

About

একদম শূন্য থেকে কেউ কুরআন অধ্যয়ন করতে চাইলে তাদের জন্য সহজ ও কার্যকরী নির্দেশনা নিয়ে এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।  

“ ঘটনাভিত্তিক স্টাইলে কুরআন পড়া ও কুরআনের ঘটনার রেফারেন্স দিয়ে দুআ করা ”-এই ওয়েবসাইটের মূল প্রতিপাদ্য বিষয়, যা সাড়া জাগানো বই ‘শিকড়ের সন্ধানে’র লেখিকা হামিদা মুবাশ্বেরার ব্রেইন চাইল্ড। 

হামিদা মুবাশ্বেরা বর্তমানে যুক্তরাষ্ট্রের টেম্পল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পিএইচডি করছেন। এছাড়া তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় ( IIUM) থেকে ইসলামিক ফিন্যান্স এ মাস্টার্স করেছেন। ব্যাচেলর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (IBA) থেকে । 

প্রাতিষ্ঠানিকভাবে ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন ইসলামিক অনলাইন বিশ্ববিদ্যালয় (IOU) থেকে সেখানে ইসলামিক স্টাডিজ এর দ্বিতীয় ব্যাচেলর সম্পন্ন করেছেন। 

ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জননী।

তার লেখা রিসোর্স দিয়ে তৈরি এই ওয়েবসাইটটি যদি কুরআনের অনুবাদ পড়তে গিয়ে খেই হারিয়ে ফেলা একজন মুসলিমকেও পথের দিশা দেয়, কুরআনের সাথে তার সম্পর্কটাকে জীবন্ত, বাস্তবঘনিষ্ঠ করে তোলে তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে ইনশাআল্লাহ।

ওয়েবসাইট তৈরিতে সার্বিক কারিগরি সহযোগিতা করেছেন তার বোন হাবিবা মুবাশ্বেরা ও তার টিম।

Scroll to Top